২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:০০
এসএসসির প্রশ্নপত্রে ভুল, মুন্সিগঞ্জে ৭৯ জন শিক্ষার্থী শঙ্কায়
খবরটি শেয়ার করুন:

এসএসসি পরীক্ষার প্রথম দিন মুন্সিগঞ্জে ৭৯ জন নিয়মিত পরীক্ষার্থী ২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। শনিবার সদর উপজেলার এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৯৬১ জন পরীক্ষার্থীর মধ্যে কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ৭৯ জন নিয়মিত পরীক্ষার্থী ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেয়।

কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএইচএম রকিব হায়দার ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন এবং বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান।

এ বিষয়ে জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, শিক্ষার্থীরা জানিয়েছে ভুল প্রশ্নে পরীক্ষা হয়েছে। আমরা বোর্ডে কথা বলেছি। বোর্ড বলেছে, এমন সমস্যা হতে পারে। যেহেতু পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন থাকে, এই ধরনের সমস্যা সারা বাংলাদেশে টুকটাক হয়েছে। এ বিষয়ে বোর্ড ব্যবস্থা নেবে। তবে খাতাগুলো আলাদা করে পাঠিয়ে দিতে বলা হয়েছে।

error: দুঃখিত!