মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগে মুন্সিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের (এভিজেএম) সহকারি শিক্ষক মনোরঞ্জন ধরের শাস্তি ও বহিস্কারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়ার প্রতিবাদে আজ সোমবার ওই প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থী পাল্টা আরেকটি স্মারকলিপি দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের কাছে শিক্ষক মনোরঞ্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে ইন্ধনদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। পরে তারা মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এর আগে স্মারকলিপির অনুলিপি দেন জেলা পুলিশ সুপার ও সেনা ক্যাম্পে।
এর আগে গতকাল এভিজেএম শিক্ষক মনোরঞ্জন ধরকে প্রতিষ্ঠান থেকে অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীদের অপর একটি অংশ।
মনোরঞ্জন ধরের পক্ষে শিক্ষার্থীদের জমা দেয়া আজকের স্মারকলিপিতে বলা হয়- ‘আমরা আলর্বাট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. র্গালস হাই স্কুলরে শিক্ষার্থী। মনোরঞ্জন স্যার অত্যন্ত ভাল মানের শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তার সর্ম্পক পিতা- কন্যার মত। আমাদের বিদ্যালয়ের কো কারিকুলাম এক্টিভিটিসে স্যার সক্রিয় ভুমিকা পালন করে। স্মার্ট বিগ্রেডসহ বিতর্ক ও বিজ্ঞান মেলায় স্যার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যায়। বহিরাগত প্রাক্তন এক অভিভাবক ষড়যন্ত্র করে আমাদের বড় ভাই বোনদের ভুল বুঝিয়ে ফেসবুকে নানান অপপ্রচার মূলক পোষ্ট করে সাধারন শিক্ষার্থীদের ক্ষ্যাপিয়ে তুলেছে। ঐ অভিভাবককে জিজ্ঞাসাবাদ করলে এর পেছনে কারা ইন্ধনদাতা, তা সহজেই বের হয়ে আসবে। বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে এবং শিখিয়ে জোর করে মিথ্যা বলানো হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
প্রসঙ্গত; আলোচিত শিক্ষক মনোরঞ্জন ধরের বিরুদ্ধে গত বছর সেপ্টেম্বরে বেশ কিছু অভিযোগ তুলে আন্দোলন হয়। পরে তার বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে তদন্ত কমিটি গঠন হলেও ওই শিক্ষক দলীয় ক্ষমতা ব্যবহারের মাধ্যমে সবাইকে প্রভাবিত করে পার পেয়ে যান বলে গতকালও দাবি করেন অপসারণের দাবিতে আন্দোলনরত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।