ইনজুরির কারণে দর্শক হয়ে গেলেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগুয়েজ।
বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পেয়ে অন্তত এক মাস মাঠের বাইরে ছিটকে গেলেন এই তারকা মিডফিল্ডার। পেরুর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েন তিনি।
এরপরই ডাক্তার জানিয়ে দেন আগামী এক মাস সব ধরনের খেলা থেকে বিরত থাকতে হবে তাকে। এর ফলে নতুন মৌসুমের শুরুটা দুর্ভাগ্য হিসেবেই আসল এই কলম্বিয়ান প্লে-মেকারের।