২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
‘ইতিহাসের সেরা মেসি’
খবরটি শেয়ার করুন:

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি গায়ে মাত্র এক মৌসুম একসাথে খেলেছেন লিওনেল মেসি ও ইভান রাকিটিক। এক মৌসুমেই মেসির খেলাতে মুগ্ধ হয়ে গেছেন ক্রোয়োশিয়ান মিডফিল্ডার রাকিটিক। নতুন মৌসুম শুরুর আগে দল নিয়ে কথা বলার পাশাপাশি মেসি সর্ম্পকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাকিটিক বলেন, ‘ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি।’
তিন মৌসুম সেভিয়ায় খেলার পর গত আসরে বার্সেলোনায় যোগ দেন মিডফিল্ডার রাকিটিক। গত মৌসুমে বার্সার জার্সি গায়ে ৩২ ম্যাচ খেলেছেন তিনি। এসময় সামনাসামনি পরখ করেছেন বার্সার সেরা খেলোয়াড় মেসি ফুটবল জাদু।
মেসির জাদুতে গত আসরে ট্রেবলও জিতেছে বার্সেলোনা। সাথে ছিলেন নেইমার ও সুয়ারেজও। কিন্তু মেসির ফুটবলশৈলী বেশি স্পর্শ করেছেন রাকিটিককে। তাই মেসির প্রশংসা না করে পারলেন না রাকিটিক, ‘মেসি কে? এটা আমরা সবাই জানি। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। তার মধ্যে ফুটবলের সব গুন রয়েছে। যা অন্য কারো মধ্যে নেই। গত আসরে সেটি আরো একবার প্রমাণ করেছে মেসি। তাই পরবর্তী ব্যালনডি’অর তারই প্রাপ্য।’
মেসি-নেইমার-সুয়ারেজের পারফরমেন্সে গত মৌসুমে ট্রেবল জয় করে বার্সেলোনা। আসন্ন মৌসুমেও ট্রেবল জয়ের স্বাদটা আবারো নিতে চান রাকিটিস। নতুন মৌসুম নিয়ে নিজের লক্ষ্য সম্পর্কে রাকিটিক বলেন, ‘গেল মৌসুমে আমরা দারুণ ছন্দে ছিলাম। সব ম্যাচেই নিজেদের সেরা ফুটবলই খেলার চেষ্টা করেছি। তাই সাফল্যের চূড়ায় পৌঁছাতে পেরেছি আমরা। আসন্ন মৌসুমেও আমাদের লক্ষ্য থাকবে ট্রেবল জয় করা।’

error: দুঃখিত!