১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৩৯
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

অবিলম্বে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মুন্সিগঞ্জ গ্যাস ঠিকাদার/প্রতিনিধি কল্যান এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় অর্ধশতাধিক গ্রাহক ও ঠিকাদাররা।

মানববন্ধনকারীরা জানান, ২০১৫ সালের ডিসেম্বরে হঠাৎ করে সকল ধরনের আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।

এতে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকার ২৩ শতাধিক গ্রাহক রাইজার উত্তোলন করার পরও গ্যাস সংযোগ পাচ্ছে না। ফলে বাইরে থেকে বেশি মূল্যে এলপি গ্যাস ক্রয় করে জ্বালানি হিসাবে ব্যবহার করতে হচ্ছে। এতে প্রতিদিনই দূর্ভোগের পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদের।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্যাস ঠিকাদার/প্রতিনিধি কল্যান এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক আহসান হাবিব স্বপন প্রমুখ।

error: দুঃখিত!