২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:০৫
আবার ঢাকা আসছেন পাওলি
খবরটি শেয়ার করুন:

আগামী ৯ সেপ্টেম্বর আবারো ঢাকা আসছেন পাওলি দাম। হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবির শুটিংয়ের জন্য তার এই সফর। কিন্তু কতদিনের জন্য তিনি আসছেন সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ৯ সেপ্টেম্বর ঢাকা এসে পরের দিন থেকে ‘সত্তা’র শুটিং করবেন পাওলি। পাওলির সঙ্গে শুটিংয়ে শাকিব খানও অংশ নেবেন।

এ প্রসঙ্গে হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘টানা দুই সপ্তাহ ধরে ঢাকা, চট্রগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে করবো ছবিটির এই লটের শুটিং। এবার সিকয়েন্সের পাশাপাশি গানের শুটিংও করার ইচ্ছা রয়েছে। এই লটের শুটিং হলে ছবিটির বেশির ভাগ কাজ শেষ হয়।’

ছবিটিতে মোট গান রয়েছে সাতটি। গানগুলোতে কন্ঠ দিয়েছেন জেমস, মমতাজ, সামিনা চৌধুরী, কনা, মিলা, বাপ্পা মজুমদার, সুমী শবনম, পান্থ কানাই ও পূজা। সবগুলো গানের কম্পোজিশন করেছেন বাপ্পা মজুমদার।

error: দুঃখিত!