মুন্সিগঞ্জ, ৫ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরে অস্ত্র ও গুলি সহ সাইফুল ইসলাম এলান নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) গভীর রাতে মুন্সিগঞ্জ শহরের মধ্য কোটগাঁও এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘আটক সাইফুল ইসলাম এলান (৫২) মধ্য কোটগাঁও এলাকার মৃত হাজী মোঃ ফজলুর রহমানের ছেলে। সে দীর্ঘ কয়েক বৎসর যাবৎ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র ,হত্যাচেষ্টা সহ মোট ৬টি মামলা রয়েছে। সে মুন্সিগঞ্জ শহরের ত্রাস নামে খ্যাত।’
তিনি জানান, আটক সাইফুল ইসলাম এলানের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।