জীবনটাকে উপভোগ করতে চান? দামি বাড়ি-গাড়ি কিনতে চান? তাহলে যৌবন থাকতেই তার উদ্যোগ নেন। অর্থ ব্যবস্থাপনাটা আপনাকেই করতে হবে।
সিএনএন মানি বলছে, টাকাকড়ি বানাতে ২৫ বছর বয়সের আগেই সাত ধরনের উদ্যোগ নেওয়া উচিত। এগুলো হলো : খরচ নির্বাচন, আয়ের ২০ ভাগ জমানো, অর্থযোগ অনুধাবন, অর্থ খরচ কমাতে স্বাস্থ্যের যত্ন, ধার-দেনা নিয়ন্ত্রণ, অবসর ও অবকাশের জন্য অর্থ জমানো এবং লক্ষ্য নির্ধারণ ও ব্যক্তি বাজেট প্রণয়ন।
খরচ নির্বাচন : অঙ্কে কাঁচা হলেও আপনাকেই নিজের মাসিক ব্যয় নির্বাহ করতে হয়। তাই প্রতি মাসে আয়-ব্যয়ের হিসাবটা করা উচিত।
এ ক্ষেত্রে আপনার আয়ের পরিমাণটা কত হতে পারে তার হিসাবটা আগে করতে হবে। সেখান থেকে ব্যয় বিয়োগ করুন। যদি আপনি তেমন হিসাবি না হন তবে কী কিনছেন, তাতে কত খরচ হচ্ছে তা লিখে রাখুন। মাসে নগদ কত খরচ হতে পারে তার হিসাব করুন। কেনাকাটার জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। তাতে আপনার খরচের একটি ইলেকট্রনিক হিসাব থাকবে। মনে রাখতে হবে, আপনার আয়-ব্যয়ের স্বচ্ছতাই অর্থ জমাতে সাহায্য করবে।
আয়ের ২০ ভাগ জমান : আয়ের ২০ ভাগ অর্থ জামানো চেষ্টা করতে হবে। ছোট ছোট সঞ্চয় বড় অঙ্কের তহবিল গড়ে তুলতে সাহায্য করে।
অর্থযোগ অনুধাবন : আপনি মিতব্যয়ী হতে পারেন আবার অমিতব্যয়ীও হতে পারেন। তবে টাকাকড়ি বানাতে আপনাকে নিজের জন্য অবশ্যই ভালো বাজেট প্রস্তুত করতে হবে। তার জন্য মূল বিষয়টি হলো ভালো আর্থিক সিদ্ধান্ত নেওয়া। এ জন্য ছোটকাল থেকেই অভ্যাস গড়ে তুলতে হয়।
খরচ কমাতে স্বাস্থ্যের যত্ন : ছোটকাল বা যৌবনকালে আপনাকে স্বাস্থ্যের প্রতি বেশি যত্নবান হতে হয়। এতে চিকিৎসার খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানো যায়।
ধার-দেনা নিয়ন্ত্রণ : যাদের ধার-দেনার অভ্যাস গড়ে ওঠে তারা সঞ্চয়ী হতে পারেন না। এ জন্য আয়ের সঙ্গে ব্যয়ের হিসাবটা মিলিয়ে চলা অনেক ক্ষেত্রে ইতিবাচক হয়। আর যারা শিক্ষার্থী, তাদের ধার-দেনা নিয়ন্ত্রণে রাখা জরুরি।
অবসর-অবকাশের জন্য অর্থ জমানো : ধরুন আপনার বয়স ২৫ বছর। আরো পঁচিশ বছর কাজ করতে চান। তারপর অবসরে যাবেন। আপনার আয়ের প্রবৃদ্ধির দিকে চেয়ে না থেকে এখনই অর্থ জমান। মাসিক ছোট সঞ্চয় ২৫ বছর ব্যবধানে বড় অঙ্কে পরিণত হবে।
লক্ষ্য নির্ধারণ ও বাজেট : যদি আপনি আগেভাগে অবসরে যেত চান, বিশ্বজুড়ে ভ্রমণ করতে চান, বড় বাড়ি ও দামি গাড়ি কিনতে চান তাহলে লক্ষ্য নির্ধারণ করুন। সেভাবে বাজেট প্রস্তুত করুন। ছোট ছোট খরচগুলোকেও গুরুত্বের সঙ্গে হিসাব করুন।