মুন্সিগঞ্জ, ৭ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলার ৬৮টি ইউনিয়নে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে সচেতন মহলে আলোচনা শুরু হয়েছে।
ইতিমধ্যে স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২১ জুন ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করা হয়েছে। এ কারনে নতুন করে আলোচনায় এসেছে মুন্সিগঞ্জে কবে হচ্ছে ইউপি নির্বাচন।
মুন্সিগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন কোরবানির ঈদের পরই মুন্সিগঞ্জের ৬৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো জেলায় ভোট হবে কয়েক ধাপে।
জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলা নির্বাচন অফিস বিভিন্ন আনুসঙ্গিক কাজ শুরু করেছে। ইতিমধ্যে জেলার ৬টি উপজেলার নির্বাচন অফিসারদের এ সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে। চিঠিতে ইউনিয়নগুলোর ভোটকেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়েছে জেলা নির্বাচন অফিস।
মুন্সিগঞ্জ জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা আনুসঙ্গিক কাজ করছি। কোরবানির ঈদের পরে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করলে যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পারি তাই আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি।