মুন্সিগঞ্জ, ১১ আগস্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলায় গত দুই দিন সোমবার (৯ আগস্ট) ও মঙ্গলবার (১০ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। অন্যদিকে গত দুই দিনে জেলায় নতুন আরও ৩৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গতকাল সোমবার (৯ আগস্ট) ও মঙ্গলবার (১০ আগস্ট) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে সোমবার (৯ আগস্ট) ৩২ জন, মঙ্গলবার (১০ আগস্ট) ১৩০ জন, টংগিবাড়ীতে সোমবার (৯ আগস্ট) ১৮ জন, মঙ্গলবার (১০ আগস্ট) ৩২ জন, সিরাজদিখানে সোমবার (৯ আগস্ট) ৫০ জন, মঙ্গলবার (১০ আগস্ট) ১১ জন, লৌহজংয়ে সোমবার (৯ আগস্ট) ২৯ জন, মঙ্গলবার (১০ আগস্ট) ৩ জন, শ্রীনগরে সোমবার (৯ আগস্ট) ২৬ জন, মঙ্গলবার (১০ আগস্ট) ১০ জন, ও গজারিয়ায় সোমবার (৯ আগস্ট) কেউ আক্রান্ত হয়নি এবং মঙ্গলবার (১০ আগস্ট) আক্রান্ত হয়েছেন ১ জন।
মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫০৪ জন, সুস্থ রোগীর সংখ্যা ৮ হাজার ৩৮৮ জন, মৃতের সংখ্যা ৮৬ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৯০৮ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৪১ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৮২ জনের।