মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরের ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দিনভর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশের মধ্য দিয়ে ব্যাপক পরিমাণ ভোটারের উপস্থিতিতে ১৩ টি ইউনিয়নে ব্যালটপেপার ও ১ টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্যে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা-
হাসাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোলায়মান খানঁ।
ষোলঘর ইউনিয়নে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী মো.আজিজুল ইসলাম।
শ্রীনগর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম
পাঠাভোগ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুন খাঁন।
রাঢ়িখাল ইউনিয়নে আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আঃ বারেক খান বারী।
তন্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলী আকবর।
ভাগ্যকুল ইউনিয়নে আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনোয়ার হোসেন শাহাদাত।
কোলাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম বাবু।
বাড়ৈখালি ইউনিয়নে আওয়ামী মনোনীত নৌকা প্রাতীকের প্রার্থী হাজী মোহাম্মদ ফারুক।
আটপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান বাবু।
শ্যামশিদ্ধি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজির হোসেন।
বীরতারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম ঝিলু।
বাঘড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু আল নাসের তানজেল।
কুকুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন বাবু।