৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৪১
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা সেতুর সড়ক পথ যেদিন উদ্বোধন হবে, সেদিন থেকেই রেল চলবে- মুন্সিগঞ্জে রেলমন্ত্রী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর সড়ক পথ যেদিন উদ্বোধন হবে, সেদিন থেকেই ভাঙা থেকে মাওয়া পর্যন্ত আমরা রেল পরিচালনা করতে পারবো।’- এ কথা বলেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার (৪ মে) দুপুর ১২ টায় মাওয়া রেল স্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলমন্ত্রী।

মন্ত্রী এসময় আরও জানান, ‘কাজের যে অগ্রগতি তাতে আমরা সন্তুষ্ট। রেল সংযোগ প্রকল্পের ৪১% কাজের অগ্রগতি হয়েছে। অন্যদিকে ভাঙ্গা থেকে মাওয়া অংশের ৬৬% কাজ শেষ হয়েছে। মাওয়া থেকে ভাঙা পর্যন্ত ৪ টা স্টেশনের কাজও পুরোদমে চলছে।

তিনি বলেন, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ভাঙ্গার স্টেশনটি হবে জানশন স্টেশন। কারন ভাঙ্গা থেকে আমরা ভবিষৎয়ে পায়রাবন্দরের সাথে সংযুক্ত হবো। তাই এই স্টেশনটিকে আমরা আইকনিক স্টেশন হিসেবে কিভাবে তৈরি করতে পারি সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

এসময় আরো উপস্থিত ছিলেন, রেল সেতু প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ, রেলের ডিজি ডি এন মজুমদার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!