২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১০:৩৬
তফসিল: মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন ৯ মার্চ, ভোট হবে ইভিএমে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। একইসাথে দেশের ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মুন্সিগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ১৫ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি ও ভোট হবে ইভিএম পদ্ধতিতে আগামী ৯ মার্চ।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসন থেকে প্রার্থী হতে গেল ২৮ নভেম্বর মেয়র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব প্রদান করে।

error: দুঃখিত!