২৮ আগস্ট, ২০২০, (আমার বিক্রমপুর)
জনপ্রিয় বাংলা কৌতুক শো মীরাক্কেলের বিচারক প্যানেলে পরিবর্তন আসছে। এই অনুষ্ঠানে বিচারকের আসনে বসছেন জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম।
জানা গেছে, সেপ্টেম্বরেই শুরু হবে নতুন মীরাক্কেলের শুটিং। পাওলি দামের সাথে নতুন বিচারক হিসেবে দেখা যাবে ভারতীয় বাংলা অভিনেতা রুদ্রনীল ঘোষ ও সোহম চক্রবর্তী।
তবে পাওলি দাম এ বিষয়ে এখনই কিছু বলতে চান না। তবে পাওলির উপস্থিতির কথা শুনে মীরাক্কেলের দর্শকদের মধ্যে এখনই উত্তেজনা তৈরি করেছে।