১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:৪৪
Search
Close this search box.
Search
Close this search box.
গজারিয়ায় চেয়ারম্যান পদে ৩ হেভিওয়েট প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আসছে ৮ মে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩ হেভিওয়েট প্রার্থী। শেষ পর্যন্ত এদের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে জমে উঠবে নির্বাচনের মাঠ। তবে শোনা যাচ্ছে, বর্তমান ও সাবেক এমপির সমর্থক দুই চাচাতো ভাইয়ের মধ্যে সমঝোতা হলে সরে দাড়াবেন একজন।

চেয়ারম্যান পদে ওই ৩ প্রার্থী হলেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেফায়েত উল্লাহ খান তোতা ও ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খাঁন জিন্নাহ। তোতা ও জিন্নাহ সম্পর্কে চাচাতো ভাই। এদের মধ্যে রেফায়েত উল্লাহ খান তোতা মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের অনুসারী ও মনসুর আহমেদ খাঁন জিন্নাহ বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারী।

গেল রমজানে আনুষ্ঠানিকভাবে মৃণাল কান্তি দাস সমর্থক রেফায়েত উল্লাহ খান তোতা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন করে প্রার্থী না হওয়ার কথা জানান। কিন্তু আজ ১৫ এপ্রিল (সোমবার) রহস্যজনকভাবে চেয়ারম্যান পদে তোতার পক্ষে মনোনয়ন জমা দেয়া হয়।

এতে নতুন করে এলাকায় আলোচনা হচ্ছে- দুই চাচাতো ভাইয়ের সমঝোতা কি তাহলে ভেস্তে গেল? নাকি এরা দুইজন মিলে কৌশলের অংশ হিসেবে ডামি প্রার্থী করেছেন তোতাকে- এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মাঝে।

চেয়ারম্যান পদে এই ৩ হেভিওয়েট প্রার্থী ছাড়াও সর্বমোট ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। বাকি দুইজন হলেন- গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (জয়)। এদের মধ্যে বাসার আমিরুল ইসলামের ঘনিষ্টজন হিসেবে পরিচিত ও আশরাফুল ইসলাম জয় আমিরুলের ছেলে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গজারিয়া উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেন চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মন্টু, মনসুর আলম ও জুনায়েত হোসেন মনির।

মহিলা ভাইস চেয়ারম্যান ৪ প্রার্থী হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, নুসরাত জাহান মিতু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ প্রচার সম্পাদক মেহেরুন নেছা উত্তরা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. মীনা আক্তার।

উপজেলা নির্বাচন অফিসার মো. লিটন মিয়া মনোনয়নের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোট হবে ৮ মে।

গজারিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৯৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৪৫৬ জন ও নারী ভোটার ৭৪ হাজার ৫৩০ জন। ভোট হবে ব্যালটপেপার পদ্ধতিতে।

error: দুঃখিত!