১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:৩৮
মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রথম ধাপে ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আবহাওয়া অনুকূল থাকায় এবছর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ধান পাকতে শুরু করায় এরই মধ্যে শুরু হয়েছে পাকা ধান কেটে ঘরে তোলার উৎসব।

বর্তমানে উপজেলার চরাঞ্চলের কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। আগামী ৪-৫ দিনের মধ্যে পুরোদমে শুরু হবে ধান কেটে ঘরে তোলার উৎসব। প্রত্যাশা অনুযায়ী ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মূখে ফুটেছে হাসি।

সিরাজদিখান কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর এ উপজেলায় ৫ হাজার ১ শত ৫০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নে ব্লকের মিলিয়ে ১০ থেকে ১২ জাতের ধান আবাদ করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, এবছর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় সবকটি ইউনিয়নেই ধান চাষ করা হয়েছে। রোগ-বালাই কম হওয়ায় ধানের ফলনও ভালো হয়েছে। প্রথম ধাপে শুরু হয়ে ধান কাটার কর্মযজ্ঞ। আগামী ৪-৫ দিনের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুরোদমে শুরু হবে ধান কাটার কাজ।

সিরাজদিখান কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান মিজান জানান, এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় কৃষকরা তাদের কাঙ্খিত ফলন ঘরে তুলছেন।

error: দুঃখিত!