১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৬:৪৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে করোনায় আক্রান্ত ও টিকা গ্রহীতার সংখ্যা কমেছে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ মার্চ, ২০২১, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই নিচের দিকে চলে এসেছে। অন্যদিকে কমেছে করোনাভাইরাসের টিকা গ্রহীতার সংখ্যাও। গত ৭ দিনের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।

গত ৯ মার্চ থেকে গতকাল ১৩ মার্চ পর্যন্ত মুন্সিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ থেকে এমন চিত্র উঠে এসেছে।

মুন্সিগঞ্জ সদরে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্রে প্রথম দিকের ব্যস্ততা এখন অনেকটা কমে গেছে। ছবি: আমার বিক্রমপুর।

মুন্সিগঞ্জে গতকাল (১৩ মার্চ) পর্যন্ত সর্বশেষ আক্রান্তের সংখ্যা ৪৪৭৫ জন। এর মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৩৯১ জন। আর গতকাল (১৩ মার্চ) পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৮ হাজার ৩৮০ জন আর টিকা নেয়ার জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন করেছিলেন ৫১ হাজার ২৯ জন।

প্রথমদিকে করোনার টিকা নিতে টিকাদান কেন্দ্রের বাইরে লম্বা লাইন থাকলেও এখন সেই দৃশ্য নেই। টিকা নিতে অপেক্ষমানদের বসার জন্য মুন্সিগঞ্জ পৌরসভা ছাউনির ব্যবস্থা করলেও গতকালকের ঝড়ে তা উলটপালট হয়ে পরে আছে। ছবিটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্রের বাইরে থেকে আজ দুপুরে তোলা। ছবি: আমার বিক্রমপুর।

গত ৭ দিনে দেখা গেছে, ৭ মার্চ তারিখে মুন্সিগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ১ জন, ৮ মার্চ কেউই আক্রান্ত হননি, ৯ মার্চ ৪ জন আক্রান্ত হয়েছেন, ১০ মার্চ ৬ জন, ১১ মার্চ ১ জন, ১২ মার্চ ১ জন ও গতকাল ১৩ মার্চ মুন্সিগঞ্জে কেউ করোনায় আক্রান্ত হননি। অর্থাৎ গত ৭ দিনে মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ১৩ জন।

অন্যদিকে, গত ৭ দিনে মুন্সিগঞ্জ জেলায় করোনাভাইরাসের টিকা গ্রহীতার সংখ্যা কমে এসেছে। ৭ মার্চ তারিখে মুন্সিগঞ্জে করোনার টিকা নিয়েছেন ৮১৩ জন, ৮ মার্চ ৮০২ জন, ৯ মার্চ ৬৩৮ জন, ১০ মার্চ ৭০৭ জন, ১১ মার্চ ৬১৫ জন, ১২ মার্চ ৬১৫ জন ও গতকাল ১৩ মার্চ মুন্সিগঞ্জে ৫১৩ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। অর্থাৎ গত ৭ দিনে মুন্সিগঞ্জ জেলায় করোনাভাইরাসের টিকা গ্রহীতার সংখ্যা ৪৭২৩ জন। যার মধ্যে পুরুষ ৭৬৪ জন ও মহিলা ৫৫৩ জন।

মুন্সিগঞ্জে গতকাল পর্যন্ত ১০ হাজার ১০৭ জনকে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে। ছবি: আমার বিক্রমপুর।

দেখা গেছে, ৭ দিনে টিকা নিয়েছেন ৪৭২৩ জন। এরমধ্যে প্রথম চারদিনে ২৯৬০ জন আর শেষ ৩ দিনে টিকা নিয়েছেন ১৭৬৩ জন।

এ প্রসঙ্গে জানতে চাইলে মুুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে বলেন, গত মাস থেকেই মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা একেবারেই কমে গেছে। সামনে আর যাতে না বাড়ে সেজন্য অবশ্যই সচেতন থাকতে হবে।’

তিনি জানান, ‘করোনাভাইরাসের টিকা গ্রহীতার সংখ্য সারাবাংলাদেশেই কমেছে। বয়সের রেঞ্জ কমালে এই সংখ্যা বাড়তে পারে। টিকাগ্রহণের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাছাড়া টিকাদান কর্মসূচিকে মাঠ পর্যায়ে নিয়ে যেতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করছে সরকার। অদূর ভবিষ্যতে টিকাদান কর্মসূচি ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।’

এদিকে করোনাভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় উদ্বেগ থেকে টিকাগ্রহীতার সংখ্যা কমছে কি না এ বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মুুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন।

 

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!