১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
হাতে আকা ছবির মত চোখ জুড়ানো ‘আড়িয়াল বিল’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

উপরে সুনীল আকাশ, একের পর এক উড়ে চলেছে শুভ্র-কালো মেঘমালা। নিচে দিগন্তজুড়ে কাজল কালো স্বচ্ছ জলরাশি। সে জলে ফুটেছে শাপলা-সালুক সহ অসংখ্য জলজ উদ্ভিদ, জলের ভিতরে নানা প্রজাতির মাছের বসবাস। স্নিগ্ধ দমকা হাওয়ায় মৃদু ঢেউয়ের সঞ্চালন হয় জলে।

দোল খায় ভাসমান শাপলা-সালুক-কচুরিপানা। আর দৃষ্টির সীমনা পর্যন্ত সবুজের ছড়াছড়ি। এসবের মাঝে আবার শঙ্খচিল, কানিবক, মাছরাঙ্গা, ডাহুক, পাতিহাঁস সহ হরেক রকমের পাখির আনাগোনা লেগেই আছে।

বর্ষার এসময়টায় এমনই প্রাণ আর প্রকৃতির মিলনমেলার নয়নাভিরাম চিত্র এখন মুন্সিগঞ্জের আড়িয়াল বিল জুড়ে।

প্রকৃতির এই নান্দনিকতা নয়ন জুড়াবে যে কারো। শুধু চোখজুড়ানো নয় স্থানীয় লাখো মানুষের জীবিকার প্রধান উৎস আর হাজারো বৈচিত্রময় প্রাণীর বসবাস এই বিলে। বিলের দেশীয় প্রজাতির মাছ আর শীতকালের মিষ্টি কুমড়ার খ্যাতি রয়েছে সারা দেশজুড়ে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ও ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার কিছু অংশ নিয়ে আড়িয়ল বিলের অবস্থান। বর্তমানে বিলের জমির পরিমান এক লাখ ৬৭ হাজার একর। বিশাল আয়তনের এই বিলে রয়েছে ছোট-বড় মিলে প্রায় হাজারখানেক জলাধার, ডোবা ও পুকুর। সাগরদিঘি নৈমুদ্দিন,সানাইবান্ধা, বাগমারা, বৈরাগীরডাঙা, খালেক সাবডাঙা, মনসা, কালাচান দিঘি, বসুমালা, কলাগাছিয়া, নারকেলগাছিয়া, তালগাছিয়া, ঝরঝরিয়া, পরশুরাম, আঠারোপাখি, সাচরাতি, সেলামতি সহ রয়েছে অর্ধশতাধিক দীঘি। অপরূপ সুন্দর এসব দীঘি।

তথ্যমতে, বিলের দক্ষিণে দয়হাটা, শ্যামসিদ্ধি, প্রাণিমণ্ডল, গাদিঘাট, রাড়িখাল ও মাইজপাড়া গ্রাম। উত্তরে শ্রীধরপুর, বাড়ৈখালী, শেখরনগর, মদনখালী, সুতারপাড়া, আলমপুর ও তেঘরিয়া। পূর্বে হাঁসাড়া, ষোলঘর, কেয়টখালী, লস্করপুর ও মোহনগঞ্জ। আর পশ্চিমে কামারগাঁও, বালাসুর, জয়পাড়া, জগন্নাথ পট্টি, কাঁঠালবাড়ী ও মহুতপাড়া গ্রামগুলো অবস্থিত।

জনশ্রুতি রয়েছে বিলটি নাম পূর্বে ছিলো চুড়াইন বিল। আড়িয়াল খাঁ নদীর নামানুসারে এ বিলের নাম ‘আড়িয়ল বিল’ নামকরণ করা হয়েছিলো। তবে এখন বর্ষায় পানিতে টইটুম্বুর থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়। এখানে শীতকালে নানা ধরনের সবজির চাষ করা হয়।

যেভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে শিমুলিয়া ঘাটগামী নিয়মিত বিরতিতে ইলিশ, স্বাধীন বসুমতি, প্রচেষ্টা, আপন বাস ছাড়ে। বাসে শ্রীনগর উপজেলার ছনবাড়ি স্ট্যান্ডে পৌছাতে হবে। জনপ্রতি ভাড়া ৬০টাকা। ছনবাড়ি থেকে শ্রীনগর বাজার অথবা গাদিঘাট এলাকার ট্রলার ঘাট থেকে বিলে ঘুরার ট্রলার পাওয়া যায়। আড়িয়ল বিল সারা দিন ঘুরতে ট্রলার ভাড়া সর্বনিম্ন ৪০০০ টাকা।

error: দুঃখিত!