১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:২০
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খানকে গার্ড অব অনার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেন খান বাবনকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে রাঢ়িখাল মাদ্রাসা প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, শ্রীনগর থানার এসআই আল-আমিন ও অন্যান্য পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান বাবন রাঢ়িখালের মোশারফ হোসেনের পুত্র।

গত রোববার রাতে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পরে মরহুমের লাশ শ্রীনগরের রাঢ়িখাল গ্রামের বাড়িতে আনা হয়। আনোয়ার হোসেন খান বাবন ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদরে বসবাস করতেন।

error: দুঃখিত!