৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের কমিটি গঠন
খবরটি শেয়ার করুন:

এক বছরের মেয়াদে মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১জুন) মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়ায় মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যবৃন্দের উপস্থিতিতে নতুন এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে মাইটিভির মুন্সিগঞ্জ প্রতিনিধি মুক্তার হোসেনকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি হোসনে হাসানুল কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলোঃ

সহ-সভাপতি- মোঃ রুবেল ইসলাম তাহমিদ (সময় টেলিভিশন), মোঃ সুজন পাইক (মোহনা টেলিভিশন), মোঃ সাইফুল ইসলাম শামীম (দীপ্ত টেলিভিশন)

যুগ্ম সাধারণ সম্পাদক- ফিরোজ আলম বিপ্লব (দৈনিক খবর)

কোষাধ্যক্ষ- শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

দপ্তর সম্পাদক-শেখ মনিরুজ্জামান রিপন (নির্বাহী সম্পাদক (মুন্সিগঞ্জ প্রতিদিন.কম) উপ- দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম (এসটিভি বাংলা)

প্রচার সম্পাদক- সোহেল টিটু ( দৈনিক আলোকিত সকাল)

ক্রীড়া সম্পাদক- আপন সরদার (দূর্জয় বাংলা)

তথ্য ও যোগাযোগ সম্পাদক-রিয়াদ হোসেন (দৈনিক অধিকার)

নারী বিষয়ক সম্পাদক- নাছিমা সুলতানা রিতা (দৈনিক জনতা)

অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- মনিরুজ্জামান শরীফ (চমক নিউজ.কম)

কার্যকারী সদস্য- কাজী নজরুল ইসলাম বাবুল (এশিয়ান টেলিভিশন), হাজী মো: সেলিম (দৈনিক টার্মিগান), ব ম শামীম ( দৈনিক যুগান্তর), মো: আমিনুল ইসলাম নয়ন (বিজয় টেলিভিশন), মো: জাফর মিয়া (দৈনিক বাংলাদেশের আলো ও নতুন সময় টেলিভিশন), এম.এম.রহমান (দৈনিক বিজয়), আরাফাত রায়হান সাকিব (দৈনিক ঢাকা টাইমস), শুভ ঘোষ (আনন্দ টিভি), মো: মোজাফফর হোসেন (দৈনিক দিনকাল), মো: পারভেজ বেপারী (দৈনিক দিগন্তর), আবু নাসের লিমন (সময়ের আলো), সৈয়দ মাহবুবুর রহমান (সাপ্তাহিক অপরাধ বিচিত্রা), মো: আরিফ হোসেন হারিজ (দৈনিক খবর বাংলাদেশ), লিংকন হোসেন (দৈনিক নয়াদিগন্ত),মনিরুজ্জামান শরীফ (চমক নিউজ.কম), নেয়ামত ইসলাম নয়ন (আমাদের অর্থনীতি ), হুজাইফা ইজরা (শীর্ষ টাইমস), রুবেল মাদবর (দৈনিক রূপবানী), মিনহাজুল ইসলাম (দৈনিক দেশের কণ্ঠ), হোসাইন মনির (দৈনিক আজকের সংবাদ), শেখ রাসেল ফখরুদ্দিন (সাপ্তাহিক বিক্রমপুর চিত্র)।

কমিটি ঘোষনার পর জেলা প্রেসক্লাবের সদস্যরা জানান, সকল প্রকার অপরাধ, দূর্নীতির বিরুদ্ধে লেখা এবং সত্য ঘটনা তুলে ধরাকেই গুরুত্ব দিবে মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্যরা।

error: দুঃখিত!