মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর নিচে ঝোপঝাড়ে মিললো নারীর মরদেহ
মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) শুক্রবার সকালে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর নিচে ফুটবল খেলছিলো ৩ শিশু। এমন সময় ঝোপঝাড়ে শোয়া অবস্থায় এক নারীকে দেখতে পান তারা। শিশুরা প্রথমদিকে বুঝে উঠতে না পারলেও স্থানীয়রা বুঝতে পারেন এটি একটি মরদেহ। পরে খবর দেয়া পুলিশকে।খবর পেয়ে ছুটে আসেন ওই নারীর পরিবারের সদস্যরাও। উদ্ধারকৃত মরদেহটি পার্শ্ববর্তী মালিরপাথর এলাকার মাসুদা বেগমের (৬২)। ওই এলাকার মৃত পানা উল্লাহ বেপারির মেয়ে তিনি। এদিকে মরদেহের চোখ উপড়ানোসহ বেশ কিছু হত্যাকাণ্ডের মত আলামত শনাক্ত করেছে পুলিশ। পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে। এ তথ্য জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম। পরিবার জানিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই নারী ভবঘুরে...
38
মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
শুক্রবার সকালে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর নিচে ফুটবল খেলছিলো ৩ শিশু। এমন সময় ঝোপঝাড়ে শোয়া অবস্থায় এক নারীকে দেখতে পান তারা।
শিশুরা প্রথমদিকে বুঝে উঠতে না পারলেও স্থানীয়রা বুঝতে পারেন এটি একটি মরদেহ। পরে খবর দেয়া পুলিশকে।খবর পেয়ে ছুটে আসেন ওই নারীর পরিবারের সদস্যরাও।
উদ্ধারকৃত মরদেহটি পার্শ্ববর্তী মালিরপাথর এলাকার মাসুদা বেগমের (৬২)। ওই এলাকার মৃত পানা উল্লাহ বেপারির মেয়ে তিনি।
এদিকে মরদেহের চোখ উপড়ানোসহ বেশ কিছু হত্যাকাণ্ডের মত আলামত শনাক্ত করেছে পুলিশ। পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে।
এ তথ্য জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম।
পরিবার জানিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই নারী ভবঘুরে ছিলেন। এঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে তারা।


