মহাসড়কে ছিনতাই-ডাকাতি রোধে ঝোপঝাড় পরিষ্কারে বিএনপি নেতা কামরুজ্জামান রতন
মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে ঝোপঝাড় পরিষ্কার করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সিগঞ্জ-৩ সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় সড়কে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আবদুর রহমান শফিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছহাক আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের গজারিয়ায় রাতের বেলায় সড়কের পাশে ঝোপঝাড় ও আগাছার আড়ালে লুকিয়ে থাকা অপরাধীরা চলাচলকারী যানবাহন আটকে হাতিয়ে নেয় নগদ টাকা ও স্বর্ণালংকার। এসব ডাকাতির ঘটনা থেকে পরিত্রাণ পেতে সড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালায় বিএনপির নেতাকর্মীরা।


