মুন্সিগঞ্জ, ১১ আগষ্ট, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে হাজী মো. রফিকুল ইসলাম বাবু প্রায় নয় মাস পরে শপথ গ্রহণ করলেন।
তাকে গতকাল ১০ আগস্ট বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য পাঠদান করান জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। শপথ গ্রহন শেষে কোলাপাড়া ইউপি’র চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবু সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, গত বছর ২য় ধাপে ১১ই নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কোলাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. রফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠিত নির্বাচনে মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আনারস প্রতীকে ৩ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হন মো. রফিকুল ইসলাম বাবু।
এছাড়া মোস্তাফিজুর রহমান জনেট ঘোড়া প্রতীকে পায় ৩ হাজার ৫৮২ ভোট, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নেছারউল্লাহ সুজন নৌকা প্রতীকে নিয়ে পান ১ হাজার ৬০৯ ভোট ও হাবিবুর রহমান হাতপাখা প্রতীকে পান ৬১৯ ভোট।
পরেরদিন নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশন বরাবর অভিযোগের পাশাপাশি হাইকোর্টে পিটিশন দায়ের করেন প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেট।
এতে কোলাপাড়া ইউপি নির্বাচনের ফলাফল ঘোষনা স্থগিত করা হয়। পরবর্তীতে আইনী জটিলতা নিষ্পত্তি হওয়ায় নির্বাচিত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবু শপথ নেওয়ার মধ্যে দিয়ে কোলাপাড়া ইউপি’র দায়িত্বভার গ্রহন করলেন।