৭২ ঘণ্টার ব্যবধানে মৌলভীবাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। ২১ আগস্ট শুক্রবার পর্যন্ত পেঁয়াজের দাম ছিল ৫০-৫৫ টাকা, বর্তমানে তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। হঠাৎ পেঁয়াজের এমন ঝাঁঝে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
বিভিন্ন হাট-বাজারের বিক্রেতারা জানান, ভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধি পাওয়ায় এবং আমদানি মূল্য বেশি হওয়ায় পেঁয়াজের দাম হু হু করে বেড়ে চলেছে বলে আমদানিকারকরা তাদের জানাচ্ছেন। এক্ষেত্রে তাদের কিছু করার নেই বলে জানান খুচরা বিক্রেতারা।
এদিকে, দিন দিন পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।
জেলা শহরের পশ্চিম বাজারের ক্রেতা চা শ্রমিক হরি রবিদাস, দিন মজুর আলিম উদ্দিন, কৃষক কনু মিয়া বাংলামেইলকে বলেন, ‘সারাদিন কাজ করে ২০০ টাকা মজুরি পাই তা দিয়ে চাল-ডাল কিনব না পেঁয়াজ কিনব।’
পশ্চিম বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল আহাদ বাংলামেইলকে জানান, শুক্রবার পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকায়। কিন্তু পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় এখন বিক্রি করতে হচ্ছে ৯০ টাকায়। ভারতে দাম না কমলে ও সরবরাহ না বাড়লে পেঁয়াজের দাম কমবে না বলে মন্তব্য করেন তিনি।