বিয়ের তারিখ ঠিক করে ফেলেছেন? এবার নিশ্চয় দাওয়াতের তালিকা তৈরির পালা? আপনিও নিশ্চই খুবই চিন্তায় পড়েছেন৷ আর তাছাড়া বেশি লোককে দাওয়াত করতে গিয়ে আবার আপনার প্রিয় মানুষটিই না বাদ চলে যায়৷ মূল কথা কাকে দাওয়াত করবো আর কাকে করা যাবে না এই বিষয়টি নিয়ে অধিকাংশ মানুষই চিন্তায় থাকেন। তবে আর যায় করেন অন্তত ছয় শ্রেণীর মানুষকে কখনোই দাওয়াত করা ঠিক হবে না। কারণ নিচে উল্লেখিত এই ৬ ধরণের মানুষকে আপনি যদি দাওয়াত করেন তাহলে বিপদে পড়ার সম্ভাবণায় বেশি থাকবে।
১. আজকের দিনে এমন বন্ধু নিশ্চই আছে আপনার লিস্টে যাকে নেশাখোর বলেই সবাই জানে৷ নিশ্চই আপনাকে সে জিজ্ঞেস করেছে ইতিমধ্যে আপনার বিয়েতে এক বোতল বিয়ার অন্তত জুটবে কিনা৷ তাকে সবার আগে বাদ দিন আপনার নিমন্তন্ন তালিকা থেকে৷ বরং বিয়ের পরে একদিন কোথাও পছন্দের ব্র্যান্ড খাইয়ে দিন তাকে৷
২. এমন প্রতিবেশী আছে কি যে কখনওই সন্তুষ্ট হন না কারও উপহার বা ব্যবহারে? তাহলে জেনে রাখুন আপনার বিয়ের খাবার খেয়েও অন্য প্রতিবেশীর বাড়ি গিয়ে নিন্দে করবেন তিনি৷ তাকেও বাদ দেওয়াই ভালো আপনার লিস্ট থেকে৷
৩. এমন রাজনীতিবিদ যারা সব কিছুকেই রাজনৈতিক দৃষ্টিতে দেখেন আপনার এই আনন্দের অনুষ্ঠান থেকে তাদের দূরে রাখুন।
৪. কোনও বন্ধু যে সবসময় আপনার সমস্তকিছুকে নিয়ে সমালোচোনা করেন৷ অথবা আপনার পোষাক থেকে জুতো সব নিয়েই ভ্রুকুটি করেন তাকে বিয়েতে ডাকলে পন্ড হতে পারে আপনার বিয়ের মুড৷ হয়তো আপনার সাধের বিয়ের বেনারসির রঙ নিয়েই অসন্তোষ্টি প্রকাশ করল সে!
৫. কেউ যদি আপনাকে তুলনা করেন নিজের সঙ্গে এবং সবসময় নিজেকেই বড়ো মাতব্বর মনে করেন তাহলে সাবধান তার থেকেও৷ অহংকারী কোন বন্ধু আপনার বিয়ের সমস্ত অনুষ্ঠানের শেষে বলে যেতেই পারেন এমন কিছু কথা যা মোটেও প্রীতিকর লাগবে না আপনার৷
৬. আপনার কোনও বন্ধুর যদি আপনার সঙ্গীর প্রতি গোপন ভালোলাগা থাকে কখনওই মহানুভবতা দেখিয়ে নিমন্তন্ন করবেন না তাকে৷