১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৮:০৮
৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছে ভারত
খবরটি শেয়ার করুন:
ভারতের স্বাধীনতা দিবস আজ শনিবার। ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপনে সেজে উঠেছে গোটা দেশ।
সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। সকালে টুইটারে দেশের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল সোয়া ৭টায় রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এরপর লালকেল্লায় স্বাধীনতা দিবসে পালনে পৌঁছান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়।
সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, সুষমা স্বরাজ, বিজেপি সভাপতি অমিত শাহ, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি প্রমুখ।
লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী।   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণে বলেন, দারিদ্র দূর করাই আমার সরকারের লক্ষ্য। গরীব মানুষের স্বচ্ছলতাই হবে দেশের উন্নয়নের হাতিয়ার।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য এনডিএ সরকার প্রতিটি মানুষকে ব্যাঙ্কিং পরিসেবার আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে গরীব মানুষের অর্থনৈতিক সুরক্ষা সুরক্ষিত করতে হবে।