মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমেরিকার ভূ-ত্বাত্তিক অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিকেন্দ্র ছিলো নোয়াখালির পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, রামগঞ্জ থেকে ৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫-৩৭ মিনিটের মধ্যে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।