১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
৩ দফা দাবিতে মুন্সিগঞ্জে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ মে, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গণপরিবহন শ্রমিকদের তিন দফা দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২ মে) বেলা ১১ টার দিকে উপজেলার নিমতলা এলাকায় মুন্সিগঞ্জ জেলা যাত্রীবাহি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যাত্রীবাহি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিভিন্ন পরিবহনের শ্রমিকরা।

বিক্ষোভ মিছিল থেকে শ্রমিকরা দাবী জানান, স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। সারা দেশে বাস-ট্রাক টার্মিনাল গুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে ওএমএসের চাল দিতে হবে।

এ সময় মহাসড়কে যাতে যানচলাচলে কোন প্রকার বিঘ্ন না ঘটে সেজন্য হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক আফজাল হোসেন ও সিরাজদিখান থানা পরিদর্শক (অপারেশন) সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!