৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:১২
Search
Close this search box.
Search
Close this search box.
৩ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে পদ্মা পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কুয়াশার মাত্রা কিছুটা কমে গেলে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ছুটির দিন থাকায় যানবাহনের চাপও বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

এদিকে শিমুলিয়া ঘাটের প্রায় দুই কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের লাইন পড়ে রয়েছে। তবে যানবাহনের পারপার কিছু স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসির ম্যানেজার আহম্মদ আলী জানান, ছুটির দিকে দক্ষিণাঞ্চলমুখী মানুষের চাপ বেশি। এ ছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজটমুক্ত দ্রুত আসা যায়। তাই এই রুটে চলাচল বেড়েই চলেছে। 

তিনি জানান, বহরের একটি ফেরি বেশ কিছুদিন ধরে বিকল। তলা ফেটে যাওয়া একটি ডাম্প ফেরি ডগে পাঠানো হয়েছে। এখন ১৫টি ফেরি চলাচল করছে। 

error: দুঃখিত!