২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:৫৪
Search
Close this search box.
Search
Close this search box.
৩ ঘন্টা বন্ধের পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চালু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

এসময় একযোগ শিমুলিয়া ঘাট থেকে ৫টি ফেরি বাংলাবাজারের ঘাটের উদ্দ্যেশ্যে ছেড়ে যায়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘন কুয়াশায় সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।

মেরিন কর্মকর্তা জানান, কুয়াশা কেটে যাওয়া ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ১৪টি ফেরি চলছে। ঘাটে আটকা পড়া পন্য ও যাত্রীবাহী যানবাহন পারাপার শুরু হয়েছে।

error: দুঃখিত!