১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৪:৫৮
৩৬ হাট নিয়ে মুন্সিগঞ্জে শুরু হলো ‘কোরবানির হাট’, বিক্রি বেড়েছে অনলাইনে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

চলতি বছর মুন্সিগঞ্জ জেলায় কোরবানির হাট বসেছে ৩৬টি। মুন্সিগঞ্জ জেলা প্রশাসন থেকে ৪১টি হাটের অনুমোদন দেয়া হলেও শেষ পর্যন্ত ইজারাদার না পাওয়ায় ৩৬টি পশুর হাট চূড়ান্ত করা হয়।

এর মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৫টি, গজারিয়ায় ৪টি, টংগিবাড়ীতে ১০টি, লৌহজংয়ে ৪টি, সিরাজদিখানে ৮টি ও শ্রীনগরে ৫টি হাট বসেছে। এছাড়া স্থায়ী হাটও রয়েছে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপক কুমার রায় এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়তে পারেন: মুন্সিগঞ্জে কোরবানির হাটে আসছে পশু, বিক্রি হবে অনলাইনেও

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে অনলাইনে পশু বিক্রি চলছে। আজ রোববার (১৮ জুলাই) পর্যন্ত অনলাইনে জেলায় পশু বিক্রি হয়েছে ১৪৮টি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কুুমুদ রঞ্জন মিত্র এ তথ্য জানিয়েছেন।

আগামী বুধবার (২১ জুলাই) ঈদ উল আযহাকে কেন্দ্র করে গতকাল শনিবার (১৭ জুলাই) থেকে জেলার সবকয়টি হাট থেকেই পশু বিক্রি শুরু হয়েছে। হাটগুলোতে ক্রেতা সমাগম বেড়েছে। আজ রোববার থেকে পশুক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে হাটের ইজারাদাররা আশাবাদ ব্যক্ত করেছেন।