১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
৩২১ দিনে ৭০০ কোটি টাকার টোল আদায় পদ্মাসেতুতে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

৭০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক স্পর্শ করেছে পদ্মা সেতু। চলতি বছর ঈদের আগের দিন (২১ এপ্রিল) সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা। এদিন ৩৫ হাজার ৫২৪টি যানবাহন পদ্মাসেতু পারাপার হয়েছে।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী শনিবার এসব তথ্য জানান।

তিনি জানান, গত বছরের ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে গতকাল শুক্রবার (১২ মে) পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। সর্বমোট ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে ৪৯ লাখ ৪ হাজার ৫০৭টি যানবাহনের বিপরীতে সেতুতে এই টোল আদায় হয়।

তিনি বলেন, চলন্ত অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে গাড়ির টোল আদায়ের লক্ষ্যে আগামী জুনের মধ্যেই সেতুর উভয় প্রান্তের টোল প্লাজায় সংযোজন হচ্ছে দ্রুতগতির আধুনিক প্রযুক্তির টোল আদায় পদ্ধতি (আরএফআইডি)। পাশাপাশি চালু করা হচ্ছে হাইব্রিড ‘টাচ এন্ড গো’ পদ্ধতি।

error: দুঃখিত!