মুন্সিগঞ্জ, ২৬ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘আগামী ৩০ জানুয়ারি মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফয়সাল বিপ্লবকে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি।’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেনের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সভায় আওয়ামী লীগের প্রার্থী ফয়সাল বিপ্লবও অংশ নেন।
এসময় মাহতাব উদ্দিন কল্লোল আরও বলেন, নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধুর প্রতীক। শেখ হাসিনার প্রতীক। নৌকা’র প্রশ্নে কোন আপষ নাই।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নার্গিস আক্তার প্রমুখ।