মুন্সিগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা এলাকার মৃত ইউসুফ আলী সরকারের পুত্র ও রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা ইমতিয়াজ আহাম্মেদ তন্ময় (২২) নামের এক শিক্ষার্থীকে ২৭ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেও কোন কুলকিনারা পায়নি।
নিখোঁজ ইমতিয়াজ (২২) সাউথইষ্ট ইউনিভার্সিটির বিবিএএর ৩য় সেমিষ্টারের ছাত্র।
জানা গেছে, গত ২২ আগষ্ট সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাস্থ ক্যান্টনমেন্ট এলাকার ভাড়াটিয়া বাড়ি থেকে তেজগাঁও এলাকায় সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় তন্ময়। এসময় ব্যবহৃত মোবাইল ফোনটি বাসায় রেখেই বের হয় সে।
সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন।
ছোট ভাইয়ের সন্ধান না পেয়ে ২৮ আগষ্ট ভাষানটেক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বড় ভাই তোফাজ্জল হোসাইন। যার সাধারণ ডায়েরী নং-১১৬৭, ২৮-০৮-২০২৩ইং।
ইমতিয়াজ আহম্মেদ তন্ময়ের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। গায়ের রং শ্যামলা ও পড়নে নেভী ব্লু ফুল হাতা শার্ট ও কালো নরমাল পেন্ট পরিহিত ছিল। নিখোঁজ ইমতিয়াজ আহাম্মেদ তন্ময়ের কোনো খোঁজ পেলে ভাষানটেক থানায় অথবা তার মা তাসলিমা বেগমের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। তাসলিমা বেগমের মোবাইল নাম্বার- ০১৭৭৮৭৫৪৬৪৩