মুন্সিগঞ্জ, ২৮ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২১৬ জন সদস্য দায়িত্ব পালন করবে।
লাঠিসহ পুরুষ আনসার থাকবে ৯১ জন ও মহিলা আনসার থাকবে ৭৫জন। ২৫টি কেন্দ্রের জন্য শর্টগান থাকবে মোট ৫০টি। আর শটগানের কার্তুজ থাকবে (সিসা) ২৫০টি ও রাবার বুলেট থাকবে ২৫০টি। প্রতিটি কেন্দ্রে ২টি করে শটগান থাকবে।
মুন্সিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচনের দিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)’র নেতৃত্বে একটি স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে থাকবে। লিমন হালদার নির্বাচনের দিন ৫ জন সশস্ত্র ব্যাটালিয়ন নিয়ে স্ট্রাইকিং ফোর্সের নেতৃত্ব দিবেন বলে জানা গেছে।
এছাড়া এপিসি মো: রুস্তম আলী হাওলাদার, ব্যাটা: আনসার যথাক্রমে মো: দাউদ মিয়া, মোহাম্মদ অহিদুল ইসলাম, রায়হান মাহমুদ ও হিলটন দেওয়ান দায়িত্ব প্রাপ্ত কেন্দ্র গুলোতে এসএমজি ও চায়না রাইফেল নিয়ে এ নির্বাচনে কাজ করবেন বলে।