আগামী ২৪ নভেম্বরের পর হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের কোনও সুযোগ থাকছে না।
বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) নির্দেশ মতে এমআরপি প্রদানের অগ্রগতি সমস্যাবলী ও আইসিএও এর স্ট্যান্ডার্ড বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ নভেম্বরের পর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করা হয়েছে। আইসিএও এর নির্দেশনা অনুযায়ী এমআরপি ছাড়া বিদেশ গমন করা যাবে না। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের দেশে আসতে সমস্যা হবে।
এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট নেওয়ার জন্য বৈঠকে আহ্বান জানানো হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আালম চৌধূরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদফতরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আইসিএও এর নির্দেশনা মতে, হাতে লেখা পাসপোর্টের মেয়াদ আগামী ২৪ নভেম্বর শেষ হবে।