১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:০৭
‘১৫ বছর পর দেশের গ্যাস একেবারেই নিঃশেষ হয়ে যাবে’
খবরটি শেয়ার করুন:

১৫ বছর পর দেশের গ্যাস একেবারেই নিঃশেষ হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

রাজধানীর মতিঝিলের একটি হোটেলে আজ সোমবার বিসিআই আয়োজিত ‘শিল্পে জ্বালানি সক্ষমতার উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তৌফিক-ই-ইলাহী বলেন, যাঁরা ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র পেয়েছেন কিংবা পাবেন, তাদের আগামী ছয় মাসের মধ্যে সক্ষমতার ৬০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করতে হবে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা আসবে।

তিনি বলেন, সামনে কঠিন দিন আসছে। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ১৫ বছর পর দেশের গ্যাস একেবারেই নিঃশেষ হয়ে যাবে। আর ২-৪ বছর পর থেকেই বিভিন্ন কূপে গ্যাস কমতে শুরু করবে। সে জন্য এখন থেকেই জ্বালানি দক্ষতা বাড়ানোর চর্চা শুরু করতে হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান বলেন, দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর দক্ষতা অনেক কম। তারা বলে ৬৪ শতাংশ। কিন্তু আমার কাছে দাম বাড়ানোর আবেদন করার সময় বলে ৪৬ শতাংশ। তাই বলে তো এসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া যাবে না। তাদের দক্ষতা বাড়াতে হবে।

তিনি বলেন, আমরা শুধুই জ্বালানির দাম বাড়াতে চাই না। কমাতেও চাই। এ জন্য একটাই কাজ করতে হবে, তা হলো জ্বালানির দক্ষতা বাড়ানো।

error: দুঃখিত!