মুন্সিগঞ্জ, ২৩ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আগামী ১১ নভেম্বরের আগে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে পারে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে।
সর্বশেষ আজ রোববার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আজমও এমন আভাস দিয়েছেন।
সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা আজম বলেন, আগামী ১১ নভেম্বরের মধ্যে ঢাকা বিভাগে আমরা আরও ১০টি সম্মেলন করবো। বিএনপির মহাসমাবেশের চাইতে বড় সমাবেশ হবে আওয়ামী লীগের সম্মেলনে।