রাজা বাদশার বিয়েতে পোশাকের থাকতো সােনার। এমনকি একালের জমকালো কাপড়ের বুননেও থাকে সোনার সুতা। কিন্তু তাই বলে পুরোপুরি সোনায় তৈরি পোশাক! সোনায় তৈরি বিয়ের পোশাকের এমন চমকপ্রদ ফ্যশন শাে আয়োজন করেছে চীন।
চীনে আয়োজিত শোতে প্রায় দশ কেজি ওজনের সোনা দিয়ে তৈরি ৯ টি পোশাকের প্রদর্শনী হয়। ৯.৯৯৯ কেজি ওজনের সোনা দিয়ে দিয়ে তৈরি বিয়ের পোশাক পরে রানওয়েতে হাঁটলেন চীনের মডেল। এই পোশার দেখানোর জন্যই শেনঝেনে একটি শো এর আয়োজন করা হয়েছিল।