এক মিনিটের টর্নেডো লন্ডভন্ড করে দিয়েছে লৌহজং উপজেলার গাঁওদিয়া গ্রাম।
শতাধিক বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে এসময় ।
গাঁওদিয়া বাজারের প্রায় ৫টি০ দোকান এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রবিবার সকালে ঘড়ির কাটায় ঠিক ৯ টা ২৫ মিনিটে এই টর্নেডো আঘাত হানে। কিছু বুঝে উঠার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।
এদিকে, টনের্ডো কবলিত অনেক পরিবার এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ইউপি স্বাস্থ্য সহকারী কাজী মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ঐ সময় তিনি গাঁওদিয়া বাজারে তার কাজী ফার্মেসীতে ছিলেন। এটিও উড়িয়ে নিয়ে গেছে। এছাড়া মাছ বাজার ও আজিজ মাস্টারের মার্কেটসহ বাজারের অন্তত ৫০টি দোকান লন্ডভন্ড হয়ে যায়।
তিনি জানান, এই টনের্ডোতে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি নিজে এপর্যন্ত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন দূর্গতদের পাশে রয়েছে।