৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৮:৫৫
Search
Close this search box.
Search
Close this search box.
হোসেন্দী ইউনিয়নের উপ-নির্বাচন; গুলিবিদ্ধ ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়ার ৩ সমর্থক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

গুলিবিদ্ধরা হলেন, সোহেল রানা (৩৬) সাইফুল সর্দার (৪৫) ও ফারুক (৩২)।

ঘটনার প্রত্যক্ষদর্শী হোসেন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস মোল্লা ও হামলায় আহতদের সাথে কথা বলে জানা যায়, আজ বুধবার সকাল ৯ টার দিকে ইসমানীর চর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক নিঠুর সমর্থকরা শট গানের গুলি ছুড়লে মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়ার ৩ সমর্থক গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা রাণী দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে আমাদের হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা শট গানে গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আহতদের তার সমর্থক দাবি করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়া এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, এ ধরনের কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।

error: দুঃখিত!