মুন্সিগঞ্জ, ২ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউপি উপ নির্বাচন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউনিয়নটির ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠু ৬০১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে মাহাবুব মিয়া পেয়েছেন ৫৩১৪ ভোট। ৬৯৯ ভোট বেশি পেয়ে মনিরুল হক মিঠু নির্বাচিত হয়েছেন।
অন্য দুই প্রার্থী চশমা প্রতীকের রিয়াদ হোসেন দাউদ ২০৭ ভোট ও আনারস প্রতীকের শাহাপরান পেয়েছেন ১০৬ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নটির ১০টি ভোটকেন্দ্রের ৫১টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বমোট ভোটারের সংখ্যা ১৮৮৫৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭২৮জন ও নারী ভোটার ৯হাজার ১২৬জন। মোট ভোট পড়েছে ১১৬৪০টি।