মুন্সিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আর মাত্র একদিন পরই মিরকাদিম পৌরসভার নির্বাচন। এ নির্বাচনের আজ প্রচারণার শেষ দিন। এর মধ্যেই আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা পুরো মিরকাদিম জুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। পুলিশ-প্রশাসনও অনেকটা নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
গতকাল রাতে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ হোসেন রেনুর উপর হামলা হয়েছে। পৌরসভার বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিনের মালিকানাধীন হাসপাতালে ভাঙচুর ও হামলা করে ৩ জনকে আহত করা হয়েছে। এসব ঘটনায় পুলিশের নিরব ভূমিকা প্রশ্নের সৃষ্টি করেছে।
এদিকে গতকাল থেকে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলা ঠেকাতে মিরকাদিমের কালিন্দিপাড়া এলাকায় অবস্থিত মেয়র শহিদুল ইসলাম শাহিনের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মেয়র শহিদুল ইসলাম শাহিনের বাসায় হামলার আশঙ্কায় ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।