১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৬:৫৪
হাইওয়ে রেস্টুরেন্ট ‘মায়ামি ডাইন ইন’-এ ছত্রাক পড়া দই, জরিমানা ৫০ হাজার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ আগস্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অবস্থিত হাইওয়ে রেস্টুরেন্ট সমূহে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা’র দিকে এই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, মায়ামি ডাইন ইন নামক রেস্টুরেন্টে মনিটরিং কালে দেখা যায় যে, একই ফ্রিজে রান্না করা খাবার ও কাচা মাছ মাংস একত্রে সংরক্ষণ করা হচ্ছে, ডাস্টবিন উন্মুক্ত ভাবে রাখা হচ্ছে, রান্না ঘরে খাবার খোলা রাখা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে, ছত্রাক পড়া পুরনো দই ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে, মোড়কজাত খাবারের মোড়কে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না, রেস্টুরেন্টটি খাদ্য ব্যবসা পরিচালনার প্রিমিসেস লাইসেন্স গ্রহণ না করেই ব্যবসা পরিচালনা করছে। রেস্টুরেন্টটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আল মদিনা হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড ফাস্টফুড নামক রেস্টুরেন্টে মনিটরিং কালে দেখা যায় যে, রান্নাঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন ও ডাস্টবিন উন্মুক্ত ভাবে রাখা হচ্ছে। রেস্টুরেন্টটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

গজারিয়া থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান অভিযানে সহযোগিতা করেন।

error: দুঃখিত!