২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:৪৫
হাঁসাড়া ইউনিয়ন আ.লীগের কমিটি ঘোষণা
খবরটি শেয়ার করুন:

মৃুুন্সিগঞ্জ, ২৫ মে, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে হাঁসাড়া ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ।

এতে আহসান হাবিবকে সভাপতি ও জসিম উদ্দিন মুকুলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের অনুমতি ক্রমে এই কমিটি ঘোষণা দেয়া হয়েছে বলে জানান শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

error: দুঃখিত!