৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৮:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
হরগঙ্গা কলেজের অধ্যাপক আক্তার হোসাইনের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আক্তার হোসাইন (বাদল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪বছর।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। একইদিন রাত সাড়ে ১০টায় তার বাসস্থান মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার মসজিদে জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গতকাল বুধবার (২৮এপ্রিল) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

অধ্যাপক আক্তার হোসাইন কর্মগুনে মুন্সিগঞ্জের সর্বমহলে সম্মানিত ও সু-পরিচিত ব্যাক্তিত্ব ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য শিক্ষার্থী ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন পরিবার।

error: দুঃখিত!