মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের রামপালে আলোচিত নয়ন মিজি হত্যা মামলার আসামি আবিদ হাসান শোভন ওরফে শোভন তালুকদার জামিনে বের হয়ে জড়ালেন মাদক ও অপহরণে। এ ঘটনায় গতকাল একইদিনে তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদক ও অপহরণের পৃথক মামলা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টা’র দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া পুরাতন জামে মসজিদের পেছনে পাকা রাস্তার উপর থেকে ৫০০ পিস ইয়াবাসাহ আনিস দেওয়ানের পুত্র তারা দেওয়ানকে (২০) আটক করা হয়। এসময় তার সাথে থাকা মুক্তারপুর এলাকার জহির আহম্মেদের ছেলে মাদক কারবারি, ১৪ মামলার আসামি তানজিল আহম্মেদ শিপলু (৪০) ও সিপাহীপাড়া এলাকার মৃত আনোয়ার তালুকদারের ছেলে মিরকাদিমের আলোচিত নয়ন মিজি হত্যা ও মাদকসহ ৭ মামলার আসামি শোভন তালুকদার (২৫) পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
অপরদিকে, মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার রাজা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া সাবিনা আক্তারের স্বামী ভাড়ায় চালিত গাড়ির ড্রাইভার শফিকুল ইসলাম ইমরানকে (৩২) অপহরণ করে ৩ লাখ টাকা দাবি করে শিপলু, শোভন, আতিক হাসান, সজল, জিতু, হৃদয়, কাউসার, মামুন, ইকবাল হোসেন গং। এ ঘটনায়ও শোভনসহ উল্লেখিত অন্যান্যদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় অপহরণ মামলা দায়ের হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, হত্যা ও মাদকসহ ৭ মামলার আসামি শোভন তালুকদার বহু অপকর্মের সাথে জড়িত। মিরকাদিমের নয়ন মিজি হত্যাকান্ডে সে জামিনে রয়েছে। নতুন দুই মামলায় তাকে গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ জুন রামপাল ইউনিয়নের কাজীকসবা এলাকার মৃত বাতেন মিজির ছেলে নয়ন মিজি (৩৩) কে মা, স্ত্রী ও শিশু মেয়ের সামনে কুপিয়ে হত্যা করে কথিত ছাত্রলীগ নেতা শোভন তালুকদারসহ তার সহযোগীরা। ওই ঘটনায় নিহতের মা রাশিদা বেগম বাদি হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় শোভনসহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গেল বছর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত শোভনকে জেলহাজতে পাঠায়। দীর্ঘদিন জেলহাজতে থেকে সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে মুক্ত হয় শোভন।