মুন্সিগঞ্জ, ২৬ জানুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে হঠাৎ করে রাস্তায় ভেঙে পড়ল বাঁশের তৈরি তোরণ।
এতে সড়কে দীর্ঘক্ষণ বিঘ্ন হয় যান চলাচল। ঘটনাটি ঘটে গতকাল সোমবার সকাল পোনে ১০ টায় উপজেলার ভূমি অফিসের সামনের সড়কে। এতে সড়কে দীর্ঘসময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
প্রশাসনের নজরদারীর অভাবে উপজেলায় দিনের পর দিন এমন একাধিক তোরণ রেখে দেওয়ায় ক্ষোভ সাধারণ মানুষের।
পথচারী মামুন জানান, উপজেলার প্রধান সড়ক গুলোতে দিনের পর দিন বড় বড় তোরণ বানিয়ে রাখা হয়। অনুষ্ঠান শেষ হলেও অপসারণ করা হয় না। এতে একদিকে সড়ক সংকীর্ণ হওয়ার পাশাপাশি তা ভেঙে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারে প্রশাসনের নজরদারী থাকলে এমন ঘটনা বহুলাংশে এড়ানো সম্ভব হত।
রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অনেকে তোরণ লাগিয়ে রাখে। অনুষ্ঠান শেষে এটি না সরিয়ে রাখায় ভেঙে পড়তে পারে। আমি ইউএনও মহোদয়ের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহণ নিতে বলবো।