২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:০৯
হঠাৎ করেই বেড়ে গেছে সৌদি আরবের সমর্থক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৩ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ২-১ গোলে পরাজয়ের পর হঠাৎ করেই বেড়ে গেছে সৌদি আরব সমর্থক।

পথে-প্রান্তরে হরহামেশাই চোখে পড়ছে সৌদি আরবের পতাকা। তবে এসম সমর্থকরা বলছেন, হঠাৎ করে নয়। তারা আগে থেকেই সৌদি আরবের সমর্থক।

আজ বুধবার মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় কথা হয় সৌদি আরব সমর্থক মিশুক চালক আব্দুল খালেকের সাথে। তিনি বলেন, আগে সৌদি আরব নিয়ে মানুষ আলোচনা না করলেও গতকাল আর্জেন্টিনার সাথে জয়ের পর সবাই সৌদি আরব নিয়ে আলোচনা করছে।

তিনি বলেন, আমি সৌদি আরব থেকে এসেছি। এমন না যে আমি গতকালকের পর সমর্থক হয়েছি। আমি আগে থেকেই সৌদি আরব সমর্থক। পতাকাও আগেই লাগিয়েছি। গতকালকের আগে কেউ সৌদি আরবকে শক্তিশালী মনে করেনি। এখন সবাই সৌদি আরব নিয়ে কথা বলছে। তাই পতাকা সবার চোখে লাগছে।

error: দুঃখিত!