২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৯:০২
স্বামীর পদবী ব্যবহার করতে পারবেনা বিপাশা!
খবরটি শেয়ার করুন:

মাত্র মাসখানেক আগেই ঘটা করে বাঙালি রীতিতে বিয়ে করলেন করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু। এই বিয়ে নিয়ে তাদের থেকে বেশি আগ্রহী ছিলেন সারা বিশ্বের ভক্তরা। কয়েকদিন আগে রোমান্টিক হানিমুন সেরে ফিরলেন এই নব দম্পতি। কিন্তু বিপাশা বসু তার নামের শেষে স্বামীর পদবী সিং গ্রোভার ব্যবহার করতে পারছেন না। জানা গেল, এতে আপত্তি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।

যদিও খাতায় কলমে বিপাশা এখন বিবাহিত কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখনও তিনি অবিবাহিত রয়েছেন। ব্যবহার করছেন না করণের পদবী! বিয়ের পরই টুইটার অ্যাকাউন্টে নিজের পদবী বদলে বিপাশা বসু থেকে বিপাশা বসু সিং গ্রোভার করতে চেয়েছিলেন। কিন্তু তার সেই ইচ্ছাপূরণ করল না টুইটার। কারণ, টুইটারে  ‘বিপাশা বসু সিং গ্রোভার’ অতো বড় নাম সাপোর্ট করছে না। তাই তিনি পদবী পরিবর্তন করতে পারলেন না।

প্রসঙ্গত, ট্যুইটারে পদবী পরিবর্তন না হলেও, ইনস্টাগ্রামে তিনি করণ সিং গ্রোভারের পদবীই ব্যবহার করতে পারছেন। বিপাশা বসু এখন ‘বিপাশা বসু সিং গ্রোভার’।

error: দুঃখিত!